শিরোনাম
◈ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সৌদি স্বীকৃতি দেবে নাইসরাইলকে ◈ জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশ এবার ১১ ধাপ এগিয়ে ◈ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ গ্রেপ্তার ◈ নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে মিশ্র বার্তা কেন ? ◈ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস ◈ গিটেন্সের জোড়া গোল, শুভ সূচনা বরুসিয়া ডর্টমুন্ডের ◈ নারী বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও দল পাবে ১ কোটি ৩৪ লাখ টাকা ◈ পিটিয়ে হত্যার আগে তোফাজ্জলকে ভাত খেতে দিয়েছিল ঢাবি শিক্ষার্থীরা ◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৪ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়া 

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : নতুন অধ্যক্ষ হিসবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ৫৬তম অধ্যক্ষ হিসাবে যোগদান করেন প্রফেসর মোঃ আবুল বাশার ভূঁইয়া। বৃহস্পতিবার তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার কর্মস্থলের অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষকদের সাথে মতবিনিময়ও করেন।

বিদায়ী ৫৫তম অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বাসা থেকে কলেজের সকল হিসাবপত্র বুঝিয়ে দেন। নতুন অধ্যক্ষ সকাল ১০টায় ডিগ্রি ক্যাম্পাসে প্রবেশ করেন। বেলা দুই ঘটিকার সময় তিনি সকল হিসাবে স্বাক্ষর করে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সদ্য বিদায়ী শিক্ষক পরিষদ সম্পাদকসহ ২০টি বিভাগের প্রতিনিধি শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সূত্রমতে,  শতবর্ষী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ৫৬তম অধ্যক্ষ হিসাবে পদায়ন হয়েছেন প্রফেসর মোঃ আবুল বাশার ভূঁঞা। ০৯ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ভিক্টোরিয়ার অধ্যক্ষসহ ৪৬জন কর্মকর্তাকে পদায়ন করা হয়। 

যোগদানের পরপর শিক্ষকদের নিয়ে বিশেষ দোয়া মুনাজাত করেন অধ্যক্ষ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে শহিদ ও আহতদের জন্য দোয়া করেন। বানভাসি মানুষের জন্যও দোয়া করা হয়। 

বিভাগীয় প্রধানদের নিকট শ্রেণি কার্যক্রমে গুরুত্ব দিতে বলেন। নতুন অধ্যক্ষ বলেন, যদি ক্লাসে একজন ছেলে বা মেয়ে আসে তবু ক্লাস হবে। পরের কর্মদিবসে আমি উচ্চমাধ্যমিক শাখা পরিদর্শন করবো।  উভয় শাখার ক্লাস রুটিন এক কর্মদিবসে জমা দেওয়ার অনুরোধ করেন। কলেজের সকল কর্মকর্তা কর্মচারিদের একদিনের বেতন সরকারি ফান্ডে জমা দেওয়ার অনুরোধ করেন নতুন অধ্যক্ষ।

এরপর  এ কলেজের বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাত করেন। কলেজ সংষ্কার বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনার সময় ছেয়েছেন তারা। একই সাথে সকল ভালো কাজে সহযোগীতার প্রতিশ্রুতি দেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় রানী ভিক্টোরিয়ার নামে এটি প্রতিষ্ঠা করেন। যা চট্টগ্রাম বিভাগের পুরাতন ও বিখ‍্যাত কলেজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়