শিরোনাম
◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত ◈ ম্যাজিস্ট্রেসি পাওয়ার: সেনা কর্মকর্তাদের ডিসির কাছে জবাবদিহি করতে হবে  ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত ◈ জাবিতে সাবেক ছাত্রলীগ নেতা হত্যা: মারধরের ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী 

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫২ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘালয়ে পাচারকালে শিং মাছের চালান জব্দ

হাবিব সারোয়ার, বিশেষ প্রতিবেদন : সুনামগঞ্জ সীমান্তে ইলিশের পর এবার শিং মাছের চালান সহ সোয়া ২ কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যে পাচারকালে চার(৪) হাজার কেজি শিং মাছসহ প্রায় সোয়া ২ কোটি টাকার মাশলামাল জব্দ করা হয়। তবে কাউকে আটক করা হয়নি। 

সিলেট সেক্টরের ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির টহল বৃহস্পতিবার সকালে সীমান্তের কুশিউড়া নামক এলাকা থেকে অভিযান চালিয়ে ৬ হাজার কেজি বাংলাদেশি সুপারি, ৬ হাজার কেজি রসুন, ৪ হাজার কেজি শিং মাছ, ১টি ট্রাক, ২টি ডিআই  ৪টি পিকআপ জব্দ করে।

বৃহস্পতিবার বিকেলে সিলেট সেক্টরের ৪৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, দোয়ারাবাজার সীমান্তে জব্দকৃত শিং মাছের চালান সহ অন্যান্য মালামালের মূল্য প্রায় ২ কোটি ১১ লাখ টাকা।  

এর আগে সম্প্রতি ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির (বিজিবি)’র টহল দল সীমান্তের সাহিদাবাদ এলাকা থেকে মেঘালয়ে পাচারকালে ইলিশের একটি চালান, মধ্যনগর সীমান্তের মাটিরাবন বিওপির বিজিবির টহল দল কতৃক আরো একটি ইলিশের  চালান, ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দোয়ারাবাজার সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ইলিশের চালান জব্দ করা হয়েছিল। 

অদৃশ্য কারনে  সীমান্তে  একের পর এক বিজিবির অভিযানে ইলিশের চালান, শিং মাছের চালান, শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা চোরাচালানের কয়লা, চিনি,কসমেটিকস,সুপারীর চালান জব্দ করা হলেও বিজিবির টহল দলের হাতে চোরাকারবারি চক্রের কোন সদস্যই আটক হয়নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়