মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে করিম আলী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত করিম ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুমকোমল চন্দ্র দেবনাথ জানান, সকলে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইন মেরামত করছিলেন করিম। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরতর অবস্থায় জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি সুমকোমল চন্দ্র দেবনাথ।