শিরোনাম
◈ এই প্রথমবার দেশে জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ ◈ এলপি গ্যাসের দাম কমলো, আজ সন্ধ্যা থেকে কার্যকর ◈ কোটা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ ◈ এলপি গ্যাসসহ যেসব পণ্যে ভ্যাট তুলে দিলো এনবিআর ◈ শান্তিরক্ষা মিশন এলাকা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেলেন সেনা প্রধান ◈ গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, সিদ্ধিরগঞ্জে নারী-শিশুসহ দগ্ধ ৮   ◈ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল ◈ রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৪ (ভিডিও) ◈ সরকারি প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত ◈ জাতীয় নাগরিক পার্টি জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে? আছে চ্যালেঞ্জ

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৮ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে পূর্বশত্রুতার জেরে বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

ইসমাইল হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার বেতমারী এলাকায় পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে মো. বাবুল মিয়া নামে এক কৃষকের বাড়িতে অগ্নিসংযোগ এর অভিযোগ উঠেছে।এতে বেতমারী মধ্যপাড়া গ্রামের বাবুল মিয়ার বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাবুল মিয়ার ছেলে মো: মোস্তাকিন বাদি হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর রবিবার গভীর রাতে বাবুল মিয়ার বসতবাড়িতে আগুন জ্বলতে থাকলে স্থানীয় জনতা এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু বাড়িতে বৈদ্যুতিক সংযোগ থাকায় আগুন নিভানো সম্ভব হয় নি। এতে করে বাবুল মিয়ার প্রায় ১১ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

ভুক্তভোগী বাবুল মিয়ার ছেলে মোস্তাকিন বলেন, আমাদের গ্রামের নুরজামালের সাথে কয়দিন আগে আমার ঝগড়া হয়েছিল। তাদের লোকজনই এ কাজ করেছে। আমার সবকিছু পুড়ে গেছে"। আমাদের প্রায় ১১ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।

ওই গ্রামের প্রতিবেশী আবু রায়হান জানান, গভীর রাতে মানুষজনের চিৎকারে ছুটে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু তাতে লাভ হয়নি সব পুড়ে গেছে। " আমরা এ ঘৃন্য ঘটনার বিচার চাই।

এ ঘটনায় অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায় নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়