শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৮ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে পূর্বশত্রুতার জেরে বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

ইসমাইল হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার বেতমারী এলাকায় পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে মো. বাবুল মিয়া নামে এক কৃষকের বাড়িতে অগ্নিসংযোগ এর অভিযোগ উঠেছে।এতে বেতমারী মধ্যপাড়া গ্রামের বাবুল মিয়ার বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাবুল মিয়ার ছেলে মো: মোস্তাকিন বাদি হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর রবিবার গভীর রাতে বাবুল মিয়ার বসতবাড়িতে আগুন জ্বলতে থাকলে স্থানীয় জনতা এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু বাড়িতে বৈদ্যুতিক সংযোগ থাকায় আগুন নিভানো সম্ভব হয় নি। এতে করে বাবুল মিয়ার প্রায় ১১ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

ভুক্তভোগী বাবুল মিয়ার ছেলে মোস্তাকিন বলেন, আমাদের গ্রামের নুরজামালের সাথে কয়দিন আগে আমার ঝগড়া হয়েছিল। তাদের লোকজনই এ কাজ করেছে। আমার সবকিছু পুড়ে গেছে"। আমাদের প্রায় ১১ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।

ওই গ্রামের প্রতিবেশী আবু রায়হান জানান, গভীর রাতে মানুষজনের চিৎকারে ছুটে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু তাতে লাভ হয়নি সব পুড়ে গেছে। " আমরা এ ঘৃন্য ঘটনার বিচার চাই।

এ ঘটনায় অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায় নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়