শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৮ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপাড়া পাথর খনির উৎপাদন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ মধ্যপাড়া পাথর খনির উৎপাদন বন্ধের প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ।  খনির প্রধান ফটকের সামনে বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ খনির ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে বেলারুশ ভিত্তিক প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)। এর অধীনে কর্মরত শ্রমিকদের বেতন ভাতা প্রদানের ক্ষেত্রে নানা অভিযোগ করেন সংশ্লিষ্ট খনি শ্রমিকরা। এরই অংশ হিসেবে সম্প্রতি বেতন ভাতা দেয়াসহ ৫ দফা দাবীতে শ্রমিকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয় । আগামী ৩০ সেপ্টেম্বর মধ্যে শ্রমিকদের দাবী মেনে খনি কর্তৃপক্ষ সংকট নিরসনের আশ্বাস দিলে কাজে ফেরেন শ্রমিকরা।

এরই মধ্যে কোন প্রকার ঘোষনা ছাড়াই বুধবার সকাল থেকে খনির উৎপাদন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়। সকাল ৭ টার দিকে খনির প্রধান ফটকের সামনে গেলে উৎপাদন কার্যক্রম বন্ধের বিষয়টি তাদের অবগত করেন সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীরা । এসময় ঘটনাস্থলে উত্তেজিত শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে এর প্রতিবাদ জানায়।

খনি শ্রমিক মোঃ নুরুজ্জামান বলেন, জীবনের ঝুঁকি নিয়ে মাটির ১২০০ ফিট নিচে আমরা কাজ করি। আমাদের বেতনভাতা কম। সেই টাকাও নিয়মিত পাইনা আমরা। দ্রুত  ৫ দফা দাবী আদায় ও খনির উৎপাদন কার্যক্রম চালু করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন শ্রমিকরা।

এ বিষয়ে মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ কামরুজ্জামান ও  ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রোষ্ট কনসোর্টিয়াম ( জিটিসি) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হাসানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তাদের মতামত জানা সম্ভব হয়নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়