শিরোনাম
◈ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ গ্রেপ্তার ◈ নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে মিশ্র বার্তা কেন ? ◈ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস ◈ গিটেন্সের জোড়া গোল, শুভ সূচনা বরুসিয়া ডর্টমুন্ডের ◈ নারী বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও দল পাবে ১ কোটি ৩৪ লাখ টাকা ◈ পিটিয়ে হত্যার আগে তোফাজ্জলকে ভাত খেতে দিয়েছিল ঢাবি শিক্ষার্থীরা ◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই ◈ ওয়াকি–টকি বিস্ফোরণে লেবাননে এবার নিহত ১৪, আহত ৪৫০ ◈ কমিশন থেকে সরে গেলেও যুক্ত থাকবেন শাহদীন মালিক !

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৩৬ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদা আদায় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

নরসিংদীর পলাশ উপজেলায় হাট পরিচালনার নিয়ন্ত্রণ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার চরসিন্দুর বাজারে সংঘর্ষ হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, কয়েক দিন ধরে চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর বাজারে কলার হাট ও পশুর হাট পরিচালনা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ইউনিয়ন বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মীর বিরোধ চলে আসছে। মঙ্গলবার সাপ্তাহিক হাট চলাকালে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেয়। পরে বিএনপির শতাধিক নেতাকর্মী অবস্থান নিতে গেলে সংঘর্ষ বাধে। এতে দুইপক্ষের ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থী শান্ত জানান, বিএনপির কিছু নেতাকর্মী হাটে চাঁদা তুলতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হাট উন্মুক্ত করে দেয়। হাট চলাকালে রাত ৮টার দিকে বিএনপির শতাধিক নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।

পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, সংঘর্ষ হয়েছে। তবে তিনি এলাকার রাইরে থাকায় কী কারণে হয়েছে, তা জানতে পারেননি। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, সাপ্তাহিক হাট পরিচালনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়