শিরোনাম
◈ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ গ্রেপ্তার ◈ নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে মিশ্র বার্তা কেন ? ◈ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস ◈ গিটেন্সের জোড়া গোল, শুভ সূচনা বরুসিয়া ডর্টমুন্ডের ◈ নারী বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও দল পাবে ১ কোটি ৩৪ লাখ টাকা ◈ পিটিয়ে হত্যার আগে তোফাজ্জলকে ভাত খেতে দিয়েছিল ঢাবি শিক্ষার্থীরা ◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই ◈ ওয়াকি–টকি বিস্ফোরণে লেবাননে এবার নিহত ১৪, আহত ৪৫০ ◈ কমিশন থেকে সরে গেলেও যুক্ত থাকবেন শাহদীন মালিক !

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:০৬ বিকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটিয়া বাইপাস সড়কে বাড়ছে চুরি-ছিনতাই

মোহাম্মদ শাহজাহান চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার একমাত্র বাইপাস সড়ক যেন ভয়ানক ক্রাইম জোনে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিন রাতে ও দিনে ঘটছে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ। সড়কটি পৌর সদর ও পার্শ্ববর্তী ভাটিখাইন এবং কচুয়াই ইউনিয়নের ঘেঁষে যাওয়ার কারণে অপরাধীরা খুব সহজে চুরি, ছিনতাই করে নিরাপদে ফিরে যাচ্ছে। স্থানীয় লোকজন ও কক্সবাজার, বান্দরবান এবং দক্ষিণ চট্টগ্রামের যাত্রীরা ভয়ে থাকেন।

গুরুত্বপূর্ণ এই সড়কটিতে আলোর (বাতি) ব্যবস্থা না করায় অপরাধীদের নিরাপদ ঠিকানা হয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে দূরপাল্লার গাড়ি থেকে যাত্রী নামিয়ে ছিনতাই, মোটরসাইকেল ছিনতাই, পণ্যবহনকারী গাড়ি থামিয়ে ইতোমধ্যে মালামাল লুটের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ২৭ জুলাই দুপুর দেড়টার দিকে পটিয়া বাইপাসের ফারুকী পাড়া পয়েন্টে চট্টগ্রামুখী দূরপাল্লার পূরবী চেয়ারকোচ থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ২১ ক্যারেটের ৬৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

এ সড়কে প্রায় প্রতিদিন চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধের কারণে আইনশৃঙখলা আরো অবনতি হতে পারে। স্থানীয় লোকজন সেনাবাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে, খামারির গরু চুরির দায়ে যীশু দে নামের একজনকে পুলিশ শনিবারে দুই দিনের রিমান্ডে এনেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে চাঞ্চল্যকর নানা তথ্য মিলবে বলে খামারিরা জানান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১লা জুন সড়ক ও জনপথ (সওজ) এর অর্থায়নে পটিয়া বাইপাস সড়কের কাজ শুরু হয়। কাজ শেষে ২০১৯ সালে সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সড়কটি উদ্বোধনের ৪ বছর পরও সড়ক বাতি লাগানো হয়নি। ৫ কিলোমিটারের এ সড়কে এখনো কয়েকটি ঝুঁকিপূর্ণ কয়েকটি বাঁক ও নির্জনস্থান রয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়