রাজধানীতে খেলার ছলে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু
মোস্তাফিজ : রাজধানীর তেজগাঁও শিল্পাঅঞ্চল থানাধীন সাত রাস্তা মাস্টার বাড়ি এলাকায় খেলার ছলে দোলনার রশিতে গলায় ফাঁস লেগে মোঃ লাবিব ( ৫) নামের প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা শিশুটির খালু আকরামুল ইসলাম বলেন, শিশু লাবিব জন্মের পর থেকেই প্রতিবন্ধী কথা বলতে পাড়েনা। সন্ধ্যার দিকে ভাড়া বাসার বারান্দায় দোলনায় খেলতেছিল সে সময় দোলনার রশিটি গলায় পেঁচিয়ে যায়।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু টিকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃত লাবিব লক্ষ্মীপুর সদর হরিশচর গ্রামের ইলেকট্রিক ব্যবসায়ী নুরুল আমিনের ছেলে। বর্তমানে সাত রাস্তা মাস্টার বাড়ি এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।