শিরোনাম
◈ সারা দেশের ২৯ সিভিল সার্জনকে ওএসডি  ◈ বাংলাদেশের এত বিশেষত্ব কী? ◈ ৬৪ জেলায় বুধবার থেকে ট্রাকে মিলবে টিসিবির পণ্য ◈ সেকেন্ড রিপাবলিক কি আমি বুঝি না, বললেন মির্জা আব্বাস (ভিডিও) ◈ অন্তত রোজার মাসে মিথ্যেচার বা গীবত থেকে বিরত থাকুন : আসিফ নজরুল ◈ ‌‘সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকাটা গুরুত্বপূর্ণ’ ◈ বাগবিতণ্ডা-হাতাহাতির একপর্যায়ে যুবদল কর্মীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বিশ্বের সঙ্গে একই দিনে রোজা-ঈদ পালন করা যায় কি না বিবেচনার অনুরোধ তারেক রহমানের ◈ বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ, দীর্ঘ যানজট  ◈ সাভারে ফের চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে ছিনতাই

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৪ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী মেট্রোপলিটন পুলিশে একদিনে ৮ ডিসির বদলি

ইফতেখার আলম বিশাল:  রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) ৪ ক্রাইম বিভাগ ও ডিবির উপ-পুলিশ কমিশনারসহ ৮ ডিসিকে একযোগে বদলি করা হয়েছে। ৯ সেপ্টেম্বর আরএমপি’র নবযোগদানকৃত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এর স্বাক্ষরিত এক আদেশে এই বদলী করা হয়।

ডিসিদের বদলির অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া এ অফিস আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে।
বদলি আদেশে মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার কে. এম. আরিফুল হককে বিশেষ পুলিশ সুপার, নগর বিশেষ শাখায়,

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমাকে উপ-পুলিশ কমিশনার বোয়ালিয়া ও কাশিয়াডাঙ্গা হিসেবে, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) বিভূতি ভূষন বানার্জী, উপ-পুলিশ কমিশনার (পিওএম) হিসেবে ও নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আব্দুর রকিবকে শাহমখদুম ক্রাইম বিভাগের ‍উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। 

এছাড়াও শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীকে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক হিসেবে, মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়কে উপ-পুলিশ কমিশনার ইঅ্যান্ডডি ও লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই হিসেবে বদলি করা হয়েছে। তাছাড়া উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে ও উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমকে মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়