শিরোনাম
◈ সারা দেশের ২৯ সিভিল সার্জনকে ওএসডি  ◈ বাংলাদেশের এত বিশেষত্ব কী? ◈ ৬৪ জেলায় বুধবার থেকে ট্রাকে মিলবে টিসিবির পণ্য ◈ সেকেন্ড রিপাবলিক কি আমি বুঝি না, বললেন মির্জা আব্বাস (ভিডিও) ◈ অন্তত রোজার মাসে মিথ্যেচার বা গীবত থেকে বিরত থাকুন : আসিফ নজরুল ◈ ‌‘সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকাটা গুরুত্বপূর্ণ’ ◈ বাগবিতণ্ডা-হাতাহাতির একপর্যায়ে যুবদল কর্মীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বিশ্বের সঙ্গে একই দিনে রোজা-ঈদ পালন করা যায় কি না বিবেচনার অনুরোধ তারেক রহমানের ◈ বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ, দীর্ঘ যানজট  ◈ সাভারে ফের চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে ছিনতাই

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৪ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্টমার্টিন দ্বীপ থেকে আসা ট্রলারে মিয়ানমারের গুলি

 

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে টেকনাফের উদ্দেশ্যে আসা একটি যাত্রীবাহী ট্রলার লক্ষ্য করে মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি চালানো হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালের দিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ নাফনদীর বদরমোকাম মোহনায় ঘটনাটি হয়। সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর এতথ্য জানান। 

এব্যাপারে নাছির উদ্দিন নামে ট্রলারটির এক যাত্রী বলেন, ‘চিকিৎসার জন্য মাকে হাসপাতালে নিতে ট্রলারযোগে টেকনাফ আসি। শাহপরীর দ্বীপের ঘোলার চরের কাছাকাছি বদরমোকাম মোহনা এলাকায় পৌঁছালে মিয়ানমার থেকে আমাদের ট্রলারটি লক্ষ্য করে গুলি চালানো হয়। এসময় ট্রলারের একটি তক্তা ভেঙে যায়। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।’

সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে যাত্রীবাহী একটি ট্রলার কে লক্ষ্য করে মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় আবারো টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে শঙ্কা তৈরি হয়েছে।’   
এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘সেন্টমার্টিন থেকে ফেরার পথে ট্রলারে গুলি করার বিষয়টি শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়