শিরোনাম
◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের!

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৪ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্টমার্টিন দ্বীপ থেকে আসা ট্রলারে মিয়ানমারের গুলি

 

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে টেকনাফের উদ্দেশ্যে আসা একটি যাত্রীবাহী ট্রলার লক্ষ্য করে মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি চালানো হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালের দিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ নাফনদীর বদরমোকাম মোহনায় ঘটনাটি হয়। সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর এতথ্য জানান। 

এব্যাপারে নাছির উদ্দিন নামে ট্রলারটির এক যাত্রী বলেন, ‘চিকিৎসার জন্য মাকে হাসপাতালে নিতে ট্রলারযোগে টেকনাফ আসি। শাহপরীর দ্বীপের ঘোলার চরের কাছাকাছি বদরমোকাম মোহনা এলাকায় পৌঁছালে মিয়ানমার থেকে আমাদের ট্রলারটি লক্ষ্য করে গুলি চালানো হয়। এসময় ট্রলারের একটি তক্তা ভেঙে যায়। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।’

সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে যাত্রীবাহী একটি ট্রলার কে লক্ষ্য করে মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় আবারো টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে শঙ্কা তৈরি হয়েছে।’   
এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘সেন্টমার্টিন থেকে ফেরার পথে ট্রলারে গুলি করার বিষয়টি শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়