শিরোনাম
◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রমজানে বিশেষ নির্দেশনা ◈ বৈষম্যবিরোধী আন্দোলন নেতার ১ লাখ টাকা চাঁদা দাবির ভিডিও ভাইরাল ◈ কুমিল্লায় মহাসড়কে ডাকাতি প্রতিরোধে ব্যর্থতা, হাইওয়ে ওসি প্রত্যাহার ◈ কলকাতা যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধিরা ◈ ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ◈ রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বজায় রাখতে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ১২৬ ◈ সরকার ও বিএনপি-জামায়াতকে জড়িয়ে ২৬৮ অপতথ্য প্রচার ◈ ফের আরেক দফা কমলো স্বর্ণের দাম ◈ টঙ্গীর মাজার বস্তিতে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান, আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ১ রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৪ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্টমার্টিন দ্বীপ থেকে আসা ট্রলারে মিয়ানমারের গুলি

 

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে টেকনাফের উদ্দেশ্যে আসা একটি যাত্রীবাহী ট্রলার লক্ষ্য করে মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি চালানো হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালের দিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ নাফনদীর বদরমোকাম মোহনায় ঘটনাটি হয়। সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর এতথ্য জানান। 

এব্যাপারে নাছির উদ্দিন নামে ট্রলারটির এক যাত্রী বলেন, ‘চিকিৎসার জন্য মাকে হাসপাতালে নিতে ট্রলারযোগে টেকনাফ আসি। শাহপরীর দ্বীপের ঘোলার চরের কাছাকাছি বদরমোকাম মোহনা এলাকায় পৌঁছালে মিয়ানমার থেকে আমাদের ট্রলারটি লক্ষ্য করে গুলি চালানো হয়। এসময় ট্রলারের একটি তক্তা ভেঙে যায়। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।’

সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে যাত্রীবাহী একটি ট্রলার কে লক্ষ্য করে মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় আবারো টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে শঙ্কা তৈরি হয়েছে।’   
এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘সেন্টমার্টিন থেকে ফেরার পথে ট্রলারে গুলি করার বিষয়টি শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়