শিরোনাম
◈ সারা দেশের ২৯ সিভিল সার্জনকে ওএসডি  ◈ বাংলাদেশের এত বিশেষত্ব কী? ◈ ৬৪ জেলায় বুধবার থেকে ট্রাকে মিলবে টিসিবির পণ্য ◈ সেকেন্ড রিপাবলিক কি আমি বুঝি না, বললেন মির্জা আব্বাস (ভিডিও) ◈ অন্তত রোজার মাসে মিথ্যেচার বা গীবত থেকে বিরত থাকুন : আসিফ নজরুল ◈ ‌‘সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকাটা গুরুত্বপূর্ণ’ ◈ বাগবিতণ্ডা-হাতাহাতির একপর্যায়ে যুবদল কর্মীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বিশ্বের সঙ্গে একই দিনে রোজা-ঈদ পালন করা যায় কি না বিবেচনার অনুরোধ তারেক রহমানের ◈ বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ, দীর্ঘ যানজট  ◈ সাভারে ফের চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে ছিনতাই

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৪, ০২:১৮ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এবার সড়কে বিক্ষোভ ও সমাবেশ করেছে শিশুশিক্ষার্থীরা। ব্যতিক্রমী এই বিক্ষোভ মিছিলে অংশ নেয় গোপালগঞ্জ শহরের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থী।

এ সময় তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোপালগঞ্জ শহর। বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করে তারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও স্লোগান দেয় তারা। পরে সবাই একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করে।


সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জড়ো হতে থাকে। এরপর তারা সংঘবদ্ধ হয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাটে এসে জমায়েত হয়। পরে সেখানে শিক্ষার্থীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান এবং একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করে। এ সময় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক বন্ধ থাকে।

শান্তিপূর্ণ কর্মসূচি শেষে স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা সরকারি বঙ্গবন্ধু কলেজে ফিরে আসে এবং যার যার স্কুলে চলে যায়।

সুত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়