তপু সরকার হারুনঃ আধিপত্য বিস্তার নিয়ে শেরপুর শহরের গৌরিপুর ও খোয়ারপাড় মহল্লাবাসীর মধ্যে রেষারেষি চলছিলো কিছুদিন ধরে। সেই রেষারেশি সংঘর্ষে গড়ায় সোমবার ৯ সেপ্টেম্বর রাতে। মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে নামে দুই এলাকাবাসী। উভয়পক্ষ সংঘর্ষে জড়ালে মিজানুর রহমান নামে রাতেই একজনের মৃত্যু হয়। মিজান শহরের গৌরিপুর এলাকার হাফেজ আজাহার আলীর ছেলে।
এছাড়া গুরুতর আহত অবস্থায় আরিফুল ইসলাম শ্রাবন (৩২) কে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালেনেয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে সে মারা যায় । শ্রাবন গৌরিপুর মহল্লার মিন্টু মিয়ার ছেলে বলে জানা যায় ।
এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ এবং সেনাবাহিনী টহল জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।