শিরোনাম
◈ সারা দেশের ২৯ সিভিল সার্জনকে ওএসডি  ◈ বাংলাদেশের এত বিশেষত্ব কী? ◈ ৬৪ জেলায় বুধবার থেকে ট্রাকে মিলবে টিসিবির পণ্য ◈ সেকেন্ড রিপাবলিক কি আমি বুঝি না, বললেন মির্জা আব্বাস (ভিডিও) ◈ অন্তত রোজার মাসে মিথ্যেচার বা গীবত থেকে বিরত থাকুন : আসিফ নজরুল ◈ ‌‘সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকাটা গুরুত্বপূর্ণ’ ◈ বাগবিতণ্ডা-হাতাহাতির একপর্যায়ে যুবদল কর্মীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বিশ্বের সঙ্গে একই দিনে রোজা-ঈদ পালন করা যায় কি না বিবেচনার অনুরোধ তারেক রহমানের ◈ বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ, দীর্ঘ যানজট  ◈ সাভারে ফের চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে ছিনতাই

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৯ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে  শিশুর মরদেহ উদ্ধার

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর: জেরার ভাঙ্গা কুমার নদ থেকে চয়ন দাস (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা ফাঁয়ার সার্ভিসের কর্মীরা।  সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ভাঙ্গা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কলেজপাড়া কুমার নদের ঘাটলা থেকে মরহেদ উদ্ধার করা হয়। নিহত চয়ন দাস পৌরসভার চৌধুরীকান্দা শদরদীর গৌরাঙ্গ দাসের ছেলে।
 
চয়নের বাবা গৌরাঙ্গ দাস জানায়, সোমবার দুুপুরের পর চয়নের মামা বাড়ি বেড়াতে যাওয়ার কথা ছিলো। তাই সে তাঁর মায়ের কাছে কুমার নদের ঘাটে গোসল করতে বায়না ধরে। কিন্তু, চয়ন নদীতে সাতার কাটতে না জানায়, তাকে নদীতে গোসলে যেতে বারংবার নিষেধ করার পরও কাউকে না বলেই গোসলে যায়। এরপর প্রায় ঘন্টা খানেক চয়নকে খুঁজাখুঁজির পর চয়নকে পাওয়া না গেলে ভায়ার সার্ভিসে খবর দেয়া হয়। এরপর দুপুর আড়াইটার দিকে চয়নের মরদেহ নদীর নিচ থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা ফাঁয়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবু জাফর জানায়, কুমার নদের পাড়ের দিকে পানির নিচে ডুবন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়