শিরোনাম
◈ বৈষম্যবিরোধী আন্দোলন নেতার ১ লাখ টাকা চাঁদা দাবির ভিডিও ভাইরাল ◈ কুমিল্লায় মহাসড়কে ডাকাতি প্রতিরোধে ব্যর্থতা, হাইওয়ে ওসি প্রত্যাহার ◈ কলকাতা যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধিরা ◈ ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ◈ রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বজায় রাখতে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ১২৬ ◈ সরকার ও বিএনপি-জামায়াতকে জড়িয়ে ২৬৮ অপতথ্য প্রচার ◈ ফের আরেক দফা কমলো স্বর্ণের দাম ◈ টঙ্গীর মাজার বস্তিতে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান, আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ১ রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ◈ মসজিদে মসজিদে তারাবির জামাতে মুসল্লিদের ঢল

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৬ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহেরপুর-চুয়াডাঙ্গা রুটে চারদিন যাবত বাস চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট : চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও ইজিবাইক চালকদের দ্বন্দ্বের জেরে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে সব ধরনের লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন। তবে চলাচল করছে দূরপাল্লার যানবাহন।

চারদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় সড়কে নিয়মিত বাসের যাত্রীরা পড়েছেন চরম দুভোর্গে। ছোট ছোট যানবাহন চলাচল করলেও সরাসরি চলাচল করছে না। খণ্ড খণ্ড স্থান থেকে যাত্রী পরিবহন করায় দুর্ভোগের সঙ্গে যাত্রীদের খরচ বেড়েছে কয়েকগুণ। বিশেষ করে কর্মজীবী ও শ্রমজীবী মানুষ পড়েছেন বেশ বিপাকে।

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, সড়কে প্রচুর পরিমাণে অবৈধ যানবাহন চলাচল করায় বাস চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে। বাসের আয় কমার পাশাপাশি প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন চালকরা। এসব অবৈধ যানবাহনের দৌরাত্ম কমানো না গেলে বাস চলাচল বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, শনিবার যে দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ রয়েছে, তা নিরসনে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসনের আলোচনা চলছে। সমস্যা সমাধান হলেই বাস চলাচল শুরু হবে।

সুত্র : জাগো নিউজ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়