শিরোনাম
◈ মারা গেলেন পোপ ফ্রান্সিস ◈ বাংলাদেশের নতুন বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধিদল (ভিডিও) ◈ আগামী নির্বাচনে অংশ নিতে চান শাজাহান খান ◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে 

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৬ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহেরপুর-চুয়াডাঙ্গা রুটে চারদিন যাবত বাস চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট : চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও ইজিবাইক চালকদের দ্বন্দ্বের জেরে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে সব ধরনের লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন। তবে চলাচল করছে দূরপাল্লার যানবাহন।

চারদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় সড়কে নিয়মিত বাসের যাত্রীরা পড়েছেন চরম দুভোর্গে। ছোট ছোট যানবাহন চলাচল করলেও সরাসরি চলাচল করছে না। খণ্ড খণ্ড স্থান থেকে যাত্রী পরিবহন করায় দুর্ভোগের সঙ্গে যাত্রীদের খরচ বেড়েছে কয়েকগুণ। বিশেষ করে কর্মজীবী ও শ্রমজীবী মানুষ পড়েছেন বেশ বিপাকে।

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, সড়কে প্রচুর পরিমাণে অবৈধ যানবাহন চলাচল করায় বাস চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে। বাসের আয় কমার পাশাপাশি প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন চালকরা। এসব অবৈধ যানবাহনের দৌরাত্ম কমানো না গেলে বাস চলাচল বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, শনিবার যে দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ রয়েছে, তা নিরসনে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসনের আলোচনা চলছে। সমস্যা সমাধান হলেই বাস চলাচল শুরু হবে।

সুত্র : জাগো নিউজ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়