শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার,কুমিল্লা : কুমিল্লা ইপিজেডের সামনে কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুইজনেই কুমিল্লা ইপিজেডের একটি প্রতিষ্ঠানের কর্মী। রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টায় কুমিল্লার সদর উপজেলার ইয়াছিন মার্কেট এলাকার গেটে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ইপিজেড পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন।
নিহতরা হলেন, টাঙ্গাইলের নারুন্দা এলাকার মজনু মিয়ার ছেলে হাসান মিয়া (২৪) ও খুলনার বানিশান্তা এলাকার হুমায়ুন হোসেনের ছেলে মাসুম হোসাইন (২৯)। ইপিজেড পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ছুটি হওয়ার পর কুমিল্লা ইপিজেডের দুজন কর্মী মোটরসাইকেলযোগে গেট থেকে বের হন। এসময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুজন মারা যায়। এঘটনায় কাভার্ডভ্যানটি আমাদের হেফাজতে রয়েছে। দুজনের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ সেখানে আছে।
আপনার মতামত লিখুন :