ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের টাউন নওয়াপাড়া এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের টাউন নোয়াপাড়া এলাকার আবদুল্লাহ স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে কাটাখালি হাইওয়ে ফাঁড়ি পুলিশের এসআই আশরাফুল হক এবং বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) রাসেলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা বলেন, সোমবার সকালে কাটাখালি থেকে নোয়াপাড়াগামী একটি ইজিবাইককে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এ সময় আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে হাসপাতালে একজন মারা গেছেন। তবে নিহতদের নাম-পরিচয় তৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।
সুত্র : আরটিভি
আপনার মতামত লিখুন :