হাবিব সরোয়ার জাহিদ, সুনামগঞ্জ : সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষসহ সুনামগঞ্জের তাহিরপুরে ৮০ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি উপজেলার উওর বড়দল ইউনিয়নের আলাল উদ্দিনের ছেলে আজিজুর রহমান বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।
মামলায় উল্ল্যেখযোগ্য অভিযুক্ত আসামীরা হলেন, তাহিরপুরের বাদাঘাট সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জুনাব আলী, উওর বড়দল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, তার ভাতিজা, তারেক আল মামুন, উপজেলার কাঁশতাল গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগৈর সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে বালু কালাম, একই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে ইউপি সদস্য জিয়াউর রহমান, ব্রাম্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ঝুমুর কৃষ্ণ তালুকদার, কামড়াবন্দ গ্রামের কাঠ ব্যবসায়ী আব্দুস শহীদের ছেলেনুরে আলম সিদ্দিক সজল, সোহালা গ্রামের আবুল কাশেমের ছেলে তোফায়েল আহমদ তানিল, অপর ভাতিজা মৃত আব্দুল মজিদের ছেলে একাধিক বিচারাধীন মামলার আসামি মানিক রাজ ওরফে কালা মানিক,উপজেলার বাদাাটের আব্দুর রহমানের ছেলে সাবেক ছাত্রলীগ কর্মী আলম শেখ, উপজেলার চরগাঁও গ্রামের (অব: পুলিশ সদস্য) সাজুদ্দিনের ছেলে রাজিব মিয়া,উপজেলার ঘাগড়া গ্রামের আব্দুর বারির ছেলে আফজাল ওরফে ড্রেজার আফজালসহ ৮০ জনের নাম উল্লেখ পুর্বক অজ্ঞাতনামা ১০০/১৫০ জনের বিরুদ্ধে মামরা করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, গেল ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উপজেলার বাদাঘাট বাজারে বিভিন্ন পয়েন্টে সাধারন ছাত্রদের বর্বোরিচিত অভিযুক্ত ও অজ্ঞাতনামা আসামিরা সংঘবদ্ধ হয়ে হামলা ও নির্দেশ প্রদান করা এবং অভিযুক্তরা আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন পূর্বক জনমনে ভীতি সঞ্চার করত: আইনশৃস্খলা পরিস্থিতি বিজ্ঞ ঘটানো ও সহায়তার অভিযোগ এনে বাদী ওই মামলাটি দায়ের করেন।
আপনার মতামত লিখুন :