শিরোনাম

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৮ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের নামে লাইসেন্স করা ২টি অস্ত্র লাইসেন্সসহ গায়েব হওয়ার দাবি করা হয়েছে। গত ৫ আগস্ট ঢাকায় স্পিকারের রুম থেকে অস্ত্র দুটি হারিয়ে যায় বলে দাবি করেছেন পলকের আইনজীবী। অস্ত্র ২টির মধ্যে একটি পিস্তল ও অপরটি শটগান।

এ সংক্রান্ত একটি আবেদন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে দেয়ার পর অনুলিপি সিংড়া থানায় দেয়া হয়েছে।

পলকের আইনজীবী সাদ্দাম হোসেন দাবি করেন, গত ৫ আগস্ট পলক তার সঙ্গীদের নিয়ে জাতীয় সংসদ ভবনের ৪র্থ তলায় স্পিকারের রুমে আশ্রয় নেন। পরে ওই দিনের পরিস্থিতি বিবেচনায় লাইসেন্সসহ ৩২ বোর পিস্তল (লাইসেন্স নং ২১০/২০১০, নম্বর -F-69822-W) ও  ১২ বোর শটগান ( লাইসেন্স নং ৯০২/২০১০ নম্বর ৮৭০) স্পিকারের রুমে রেখে আত্মগোপন করেন।

তিনি আরও জানান, ওই বিষয়ে জিডি করতে গেলে শেরেবাংলা নগর থানায় তা গ্রহণ করা হয়নি। পরে গত ৩ সেপ্টেম্বর ওই আবেদনের কপি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেয়া হয়। পরে ওর অনুলিপি সিংড়া থানায় পাঠানো হয়।

সিংড়া থানার ওসি আবুল কালাম ওই অনুলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র : সময়ের আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়