শিরোনাম
◈ ফের আরেক দফা কমলো স্বর্ণের দাম ◈ টঙ্গীর মাজার বস্তিতে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান, আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ১ রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ◈ মসজিদে মসজিদে তারাবির জামাতে মুসল্লিদের ঢল ◈ মার্চ মাসে সরকারি ছুটি কয়দিন? ◈ আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, সংঘাত পরিহার করি:  প্রধান উপদেষ্টা ◈ সরকারে প্রতিনিধিত্বকারী সব ছাত্রকে পদত্যাগের আহ্বান নুরের (ভিডিও) ◈ ডিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক যেনো পরিশোধ করা হয়: তামিম ইকবাল ◈ ৬০ হাজার বছর চলার মতো জ্বালানির সন্ধান পেয়েছে চীন ◈ পাচারকৃত অর্থ ফেরাতে আন্তর্জাতিক কর বিশেষজ্ঞ চায় এনবিআর 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৪২ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাকোপে বেড়িবাঁধ ভেঙে পানিবন্দি হাজারো পরিবার

খুলনার দাকোপ উপজেলায় ঢাকি নদীর বেড়িবাঁধ ভেঙে এক হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে শত শত পুকুর ও আমনের বীজতলা।

শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকি নদের প্রবল জোয়ারের চাপে ৩১ নম্বর পোল্ডারের প্রায় ১০০ মিটার বেড়িবাঁধ ভেঙে যায়। এর আগে সকাল থেকে স্থানীয়রা চেষ্টা করে বাঁধ মেরামতের। অবশেষে সব চেষ্টা ব্যর্থ হয়ে পানি প্রবেশ করে লোকালয়ে।

স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে ভেঙে গেছে বাঁধ। ঝুকিপূর্ণ রয়েছে আরও কয়টি স্থান। ভেঙে যাওয়া স্থান তাৎক্ষণিক পরিদর্শন করেছেন দাকোপ থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধিরা এবং পাউবোর কর্মকর্তারা।

ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ বলেন, গত দুইদিন ধরে ঢাকি নদীত জোয়ারের চাপ বাড়ছে। এতে করে বাঁধের কয়েকটি স্থানে ফাটল দেখা দেয়। আজ সকাল থেকে চেষ্টা করার পরেও আমরা ফাটল মেরামত করতে ব্যর্থ হই। প্রবল জোয়ারের পানি আটকানো সম্ভব হয়নি, বাঁধ ভেঙে এখন ভেতরে পানি প্রবেশ করছে। জোয়ার শেষে ভাটাতে আবার বাঁধ আটকানোর চেষ্টা করা হবে।

এ ব্যাপারে খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী গোপাল কুমার দত্ত জনান, নদীতে ভাটা নামলে বাঁশ দিয়ে জিও টিউবের মাধ্যমে পাইলিং করে মাটি দিয়ে বাঁধ আটকানোর চেষ্টা করা হবে। আশা করছি পরবর্তী জোয়ারের আগে বাঁধ মেরামত করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়