শিরোনাম
◈ ফের আরেক দফা কমলো স্বর্ণের দাম ◈ টঙ্গীর মাজার বস্তিতে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান, আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ১ রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ◈ মসজিদে মসজিদে তারাবির জামাতে মুসল্লিদের ঢল ◈ মার্চ মাসে সরকারি ছুটি কয়দিন? ◈ আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, সংঘাত পরিহার করি:  প্রধান উপদেষ্টা ◈ সরকারে প্রতিনিধিত্বকারী সব ছাত্রকে পদত্যাগের আহ্বান নুরের (ভিডিও) ◈ ডিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক যেনো পরিশোধ করা হয়: তামিম ইকবাল ◈ ৬০ হাজার বছর চলার মতো জ্বালানির সন্ধান পেয়েছে চীন ◈ পাচারকৃত অর্থ ফেরাতে আন্তর্জাতিক কর বিশেষজ্ঞ চায় এনবিআর 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৪৫ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদল দখলদার, চাঁদাবাজ, লুটপাটকারী, মাস্তান বাহিনীকে দেখা যাচ্ছে, বিএনপিকে উদ্দেশ করে বলেন নুরুল হক নুর

পটুয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির নেতার্মীদের চেহারা পাল্টে গেছে মন্তব্য করে দলটির মধ্যে ‘ফ্যাসিবাদের’ পদধ্বনি শুনতে পারার কথা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার বিকালে পটুয়াখালী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গণ অধিকার পরিষদের নেতা বলেন, “বিএনপিসহ ৪২টি দল নিয়ে আমরা যুগপৎ আন্দোলন করেছি। কিন্তু দুঃখের বিষয়, ক্ষমতায় যেতে না যেতেই বিএনপির নেতাকর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী ‘ফ্যাসিবাদের’ পদধ্বনি তাদের কর্মকাণ্ডেও শুনতে পাচ্ছি।”

বিএনপির বিরুদ্ধে জোট গঠনের সম্ভাবনার কথাও বলেন নুর।

তিনি বলেন, “বিএনপি যদি এটা উপলব্ধি করে, যারা আন্দোলন করে বিগত দেড় দশক রক্ত দিয়েছে, তাদের নিয়ে জাতীয় সরকার করবে, তাদের মূল্যায়ন করবে, তবেই তাদের সঙ্গে জোট হবে; রাজনৈতিক সমঝোতা হবে। অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট হবে। বিকল্প শক্তিকে নিয়ে এককভাবে নির্বাচন করা হবে।”

কোনো দল যেন সংসদে এককভাবে ‘মাতব্বরি’ করতে না পারে, সে জন্য সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিও জানান তিনি।

নুর বলেন, “একদল এককভাবে ক্ষমতায় গেলে কী হয়, সেইটা আমরা গত ৫০ বছরে দেখেছি। আর কোনো দলকে এককভাবে ক্ষমতায় নিয়ে আমরা ‘স্বৈরাচার ফ্যাসিবাদী’ হতে দেব না, দেব না।”

তরুণরা কারও ক্ষমতার সিঁড়ি হওয়ার জন্য রক্ত দেবে না মন্তব্য করে গণঅধিকার পরিষদের নেতা বলেন, “তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, নতুন রাজনীতি প্রতিষ্ঠার জন্য সংগঠিত হচ্ছে।”

নুর বলেন, “শেখ হাসিনার পতনের পর একদল দখলদার, চাঁদাবাজ, লুটপাটকারী, মাস্তান বাহিনীকে দেখা যাচ্ছে। জনগণকে এই মাস্তান বাহিনী, লুটেরা, দখলদার, চাঁদাবাজ মাফিয়াদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

“আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছি, বাংলার জমিনে আর কোনো দখলদার, চাঁদাবাজ, মাফিয়া দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।”

গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনও বক্তব্য রাখেন। সূত্র : বিডিনিউজ২৪, সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়