শিরোনাম
◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই ◈ ওয়াকি–টকি বিস্ফোরণে লেবাননে এবার নিহত ১৪, আহত ৪৫০ ◈ কমিশন থেকে সরে গেলেও যুক্ত থাকবেন শাহদীন মালিক ! ◈ শেখ হাসিনা সরকার রেখে গেছে ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ : কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ◈ কী হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়? যা জানা গেল ভাইরাল সেই ভিডিওটির সম্পর্কে (ভিডিও) ◈ বিকেলে গণপিটুনি, রাতে জাবির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু  ◈ আন্দোলনে নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ ◈ প্রধান বিচারপতি যে ১২ নির্দেশনা দিলেন ◈ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেঁচে খেলেও ভালো করতাম : রিমান্ডে যুবলীগ নেতা

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২০ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে সাড়ে তিন হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে একটি বসতঘর থেকে ৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর জেলা শহরের গুহলক্ষীপুর এলাকার শহীদ মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকার সৈউদ্দিন মন্ডলের ছেলে শাহীন মন্ডল (৫৬) ও একই এলাকার করিম বিশ্বাসের ছেলে বাহাদুর বিশ্বাস (৪০)। 

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারেন গুহলক্ষীপুর এলাকার শহীন মন্ডল বসতবাড়ীতে ইয়াবা ট্যাবলটের ভাগাভাগি চলছে। বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেনের নেতৃত্বে অভিযানকালে মাদক কারবারীদের কাছ থেকে লাল রংয়ের শপিং ব্যাগ থেকে ৩৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন জানান, শহরের গুহলক্ষীপুর এলাকার শাহীন মন্ডল বসতবাড়ীতে শাহীন মন্ডল ও বাহাদুর বিশ্বাস নামে দুই মাদক কারবারীকে ৩৩০০ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা কোতয়ালী থানার বিভিন্ন এলাকার খুঁচরা মাদক ব্যাবসায়ী এবং মাদক সেবীদের এসব মালামাল সরবরাহ করে থাকেন। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরণের অভিযান জেলায় অব্যহত থাকবে বলে তিনি জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়