শিরোনাম
◈ শেখ হাসিনা সরকার রেখে গেছে ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ : কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ◈ কী হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়? যা জানা গেল ভাইরাল সেই ভিডিওটির সম্পর্কে (ভিডিও) ◈ সাবেক ছাত্রলীগ নেতা জাবিতে শিক্ষার্থীদের গণপিটুনির শিকার  ◈ আন্দোলনে নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ ◈ প্রধান বিচারপতি যে ১২ নির্দেশনা দিলেন ◈ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেঁচে খেলেও ভালো করতাম : রিমান্ডে যুবলীগ নেতা ◈ বিদেশে ‘সরানো’ দুই লাখ কোটি টাকার খোঁজে বাংলাদেশ : ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ◈ আলজাজিরার অনুসন্ধান : যুক্তরাজ্যে ৩ হাজার কোটির সম্পত্তি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন ৭ জন, আগে যেতেন ১৫০-২০০ : বড় ব্যতিক্রম ◈ চীন অত্যাধুনিক হেলিপোর্ট বানাচ্ছে অরুণাচল সীমান্তের কাছে, চাপে ভারত

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫৯ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা

ঢাকার আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভের পর অন্তত ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে কারখানায় কাজে যোগ দেয়ার পর সেখান থেকে বেরিয়ে এসে বিক্ষোভ ও ইটপাটকেল ছোড়ার পর উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে সেখানকার কারখানাগলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। এ তথ্য জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ।

শ্রমিকরা সড়কে অবস্থান করায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে শিল্প পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবির সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 

কারখানাগুলো ছুটি ঘোষণার পরেও শ্রমিকরা বেরিয়ে অন্যান্য কারখানাগুলোর সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন ও ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে সেসব কারখানা কর্তৃপক্ষও ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। দুপুর ২টা পর্যন্ত এই অঞ্চলের অন্তত ৭০টি ছোট-বড় পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম জানান, শ্রমিকদের বিক্ষোভের কারণে জিরাবো পর্যন্ত প্রায় ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা এখনো সড়কে রয়েছেন। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্র : বনিকবার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়