শিরোনাম
◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫৯ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা

ঢাকার আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভের পর অন্তত ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে কারখানায় কাজে যোগ দেয়ার পর সেখান থেকে বেরিয়ে এসে বিক্ষোভ ও ইটপাটকেল ছোড়ার পর উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে সেখানকার কারখানাগলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। এ তথ্য জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ।

শ্রমিকরা সড়কে অবস্থান করায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে শিল্প পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবির সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 

কারখানাগুলো ছুটি ঘোষণার পরেও শ্রমিকরা বেরিয়ে অন্যান্য কারখানাগুলোর সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন ও ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে সেসব কারখানা কর্তৃপক্ষও ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। দুপুর ২টা পর্যন্ত এই অঞ্চলের অন্তত ৭০টি ছোট-বড় পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম জানান, শ্রমিকদের বিক্ষোভের কারণে জিরাবো পর্যন্ত প্রায় ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা এখনো সড়কে রয়েছেন। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্র : বনিকবার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়