শিরোনাম
◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে ◈ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, ঘটনার সূত্রপাত যেভাবে

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৩৩ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে শিশু ধর্ষনের দায়ে একজনের যাবজ্জীবন

মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় শিশু (০৭) ধর্ষনের দায়ে দুলাল (১৮) নামের একজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সে সংঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানারও আদেশ দেন।
বুধবার বেলা ১১ টার দিকে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।
 
দন্ডপ্রাপ্ত দুলাল বাগাতিপাড়া উপজেলার চাইপাড়া এলাকার মোস্তাকিন এর ছেলে।
 
মামলা সুত্রে জানা যায়, ২০১১ সালের  ২ জুলাই বেলা ১১টার দিকে ভিকটিম শিশুটিকে পেয়ারা দেয়ার কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষন করে। এঘটনায় শিশুটি গুরতর অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুটি তার বাবা মাকে ঘটনাটি জানালে চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এঘটনায় পরের দিন ভিকটিমের দাদা আব্দুল আজিজ বাদি হয়ে বাগাতিপাড়া থানায় দুলালকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেন। মামলা রুজু হলে ২৪ জুলাই দুলালকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে পুলিশ।
 
নাটোর জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌশুলি আনিছুর রহমান জানান,  দীর্ঘ ১৩ বছর মামলাটি স্বাক্ষ্য প্রমান শেষে সন্দেহাতীত ভাবে দোষী সাবস্ত হওয়ায় দুলালকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার করে আদেশ দিয়েছেন আদালত। জরিমানার অর্থ ভিকটিম পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়