শিরোনাম
◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫২ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামে ৭৯জন আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা


জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্যানার টাঙানোর সময় অতর্কিত হামলার ঘটনায় ৫৪জনের নাম উল্লেখ্যসহ মোট ৭৯জনের নামে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার বুড়ইল ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন বাদী হয়ে রবিবার নন্দীগ্রাম থানায় এ মামলা করেন।

এ মামলায় বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ সরকার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  জুলফিকার আলী ফক্কারসহ ৫৪জনের নাম উল্লেখসহ ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আমাদের নেতাকর্মীরা বুড়ইল ইউনিয়নের মুরাদপুর চাকাতলায় ব্যানার লাগাচ্ছিলো। হঠাৎ করে অতর্কিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীর ওপর হামলা করে। এতে আমাদের ৩জন নেতাকর্মী আহত হয়েছে। এদের মধ্যে ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়। 

এ বিষয়ে বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ বলেন, এটি মিথ্যা মামলা। আমার এমন কোনো ঘটনা জানা নাই। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ অজমগীর হোসাইন বলেন, এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে আসামি গ্রেপ্তারের করতে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়