শিরোনাম
◈ মার্চ মাসে সরকারি ছুটি কয়দিন? ◈ আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, সংঘাত পরিহার করি:  প্রধান উপদেষ্টা ◈ সরকারে প্রতিনিধিত্বকারী সব ছাত্রকে পদত্যাগের আহ্বান নুরের (ভিডিও) ◈ ডিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক যেনো পরিশোধ করা হয়: তামিম ইকবাল ◈ ৬০ হাজার বছর চলার মতো জ্বালানির সন্ধান পেয়েছে চীন ◈ পাচারকৃত অর্থ ফেরাতে আন্তর্জাতিক কর বিশেষজ্ঞ চায় এনবিআর  ◈ রমজানের তারাবির নামাজের নিয়ম, নিয়ত ও দোয়া ◈ ৪২ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দাবি করে কোচ মরিনহোর মামলা ◈ ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে দেশে ফিরলো বাংলাদেশ দল ◈ জামায়াত আমিরের হোটেল বন্ধের আহ্বানে ব্যাপক প্রতিক্রিয়া

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৭ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোরের ছুরিকাঘাতে ২ নিরাপত্তা কর্মী নিহত

কল্যান বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারায় অব‌স্থিত ১৩২০‌ মেগাওয়ার্ড এসএস পাওয়ার প্ল‌্যা‌ন্টে চো‌রের ছুরিকাঘাতে ২ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। বাঁশখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, র‌বিবার গভীর রাত ৩ রা‌তে ৩-৪ জন যুবক পাওয়ার প্ল্যান্টে চুরি করতে আসে। এসময় নিরাপত্তা কর্মীরা তাদের ধরার চেষ্টা করলে তারা দুই নিরাপত্তা  কর্মী‌কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চোরের ছুরিকাঘাতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও এস এস পাওয়ার প্লান্টের সহকারী সিকিউরিটি অফিসার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সরওয়ার আলম (৫১) এবং সিকিউরিটি রাশেদ জাওয়ারদার (২৫) নিহত হয়েছেন। 

গুরুতর আহত অবস্থায় দুই নিরাপত্তা কর্মীকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মুমিনুল হক তাদের মৃত ঘোষণা করেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসা ডাঃ মুমিনুল হক বলেন,  হাসপাতালে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।  

বাঁশখালী থানার অ‌ফিসার্ ইনচার্জ (ওসি)‌মোঃ তোফায়েল আহমদ জানান, জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যারা এ ঘটনায় জ‌ড়িত তা‌দের গ্রেপ্তা‌রে অ‌ভিযান চল‌ছে । উ‌ল্লেখ্য এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গন্ডামারা ইউনিয়নে এই কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। বর্তমা‌নে এ কে‌ন্দ্দ্রিউৎপা‌দিত বিদ‌্যুৎ জাতীয় গ্রিড়ে যুক্ত হ‌য়ে‌ছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়