শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫১ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন অস্ত্রসহ আটক

জিয়াবুল হক, টেকনাফ : পার্শ্ববর্তী দেশ মিয়ানমার নাগরিক আলোচিত কুখ্যাত সন্ত্রাসী নবী হোসেনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। এসময় তার সন্ত্রাসী সংগঠনের অন্যতম সদস্য তার ভাইকেও অস্ত্র-গুলিসহ গ্রেফতার করতে সক্ষম হয় রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

রোববার (১ সেপ্টেম্বর ) সকালের দিকে তাদের গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের উপ-অধিনায়ক এসপি আরেফিন জুয়েল।
আটককৃতরা হচ্ছে- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ক্যাম্প-৮/ওয়েস্ট-এর বি ব্লকের বাসিন্দা মৃত মোস্তাক আহমেদের পুত্র নবী হোসেন (৪৭) ও তার ছোট ভাই সৈয়দ হোসেন প্রকাশ ভুলু (৪৫)।

জানা যায়, কুখ্যাত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন মিয়ানমারে প্রতিষ্ঠিত সন্ত্রাসী গ্রুপ আরাকান রোহিঙ্গা আর্মির (এআরএ) মুলহোতা। তার বিরুদ্ধে মাদক পাচার ও উখিয়া-টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প গুলোতে মানুষ হত্যা, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি উক্ত অপরাধে জড়িত থাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এব্যাপারে ১৪ এপিবিএনের উপ-অধিনায়ক এসপি আরেফিন জুয়েল বলেন, শনিবার ৩১ আগস্ট ভোররাতের দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের অন্তর্গত ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প ৮-এর বি ব্লক থেকে এই দুই সহোদরকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক দুই সন্ত্রাসীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। নবী হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা, মাদক পাচার ও বিভিন্ন অপরাধে অভিযুক্ত থাকার দায়ে একাধিক মামলা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য:-বিগত ২০২২ সালে কুখ্যাত এই রোহিঙ্গা সন্ত্রাস নবী হোসেনকে ধরার জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণাও করেছিল সীমান্ত প্রহরী বিজিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়