শিরোনাম
◈ মার্চ মাসে সরকারি ছুটি কয়দিন? ◈ আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, সংঘাত পরিহার করি:  প্রধান উপদেষ্টা ◈ সরকারে প্রতিনিধিত্বকারী সব ছাত্রকে পদত্যাগের আহ্বান নুরের (ভিডিও) ◈ ডিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক যেনো পরিশোধ করা হয়: তামিম ইকবাল ◈ ৬০ হাজার বছর চলার মতো জ্বালানির সন্ধান পেয়েছে চীন ◈ পাচারকৃত অর্থ ফেরাতে আন্তর্জাতিক কর বিশেষজ্ঞ চায় এনবিআর  ◈ রমজানের তারাবির নামাজের নিয়ম, নিয়ত ও দোয়া ◈ ৪২ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দাবি করে কোচ মরিনহোর মামলা ◈ ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে দেশে ফিরলো বাংলাদেশ দল ◈ জামায়াত আমিরের হোটেল বন্ধের আহ্বানে ব্যাপক প্রতিক্রিয়া

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২৪ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতের আঁধারে ঘরে ঘরে সহায়তা পৌঁছে দিলো শিবির কর্মীরা

চক্ষু লজ্জায় যেসকল দুর্গত পরিবার চাইতে পারে না, মিডিয়া ও ক্যামেরার সামনে আসতে যারা ইতস্তত ও অপমানবোধ করে, যারা নীরবে কষ্ট সহ্য করে মানুষের দৃষ্টির আড়ালে থেকে যায়- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তরের উদ্যোগে এমন সব পরিবারকে খুঁজে খুঁজে রাতের আঁধারে গোপনে গোপনে ফুড প্যাক, বস্ত্র ও অন্যান্য সহায়তা দিয়ে আসছে।

শনিবার দিবাগত রাতে মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ও ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ২৬০ পরিবারের মাঝে এই সকল উপহার ও সহায়তা প্রদান করা হয়েছে।

এবিষয়ে চট্টগ্রাম জেলা উত্তরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান বলেন, সুষম বণ্টনে আমরা বদ্ধপরিকর, প্রকাশ্যে চাইতে যারা কুণ্ঠাবোধ করে, দিনের আলোতে চক্ষু লজ্জায় যারা চাইতে বা নিতে পারে না- আমরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য গোপনে আমরা সেই সকল মানুষের দুয়ারে, দ্বারপ্রান্তে খাদ্য, বস্ত্র ও তোষক পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছি এবং এক্ষেত্রে অনেকটাই সফল হয়েছি। প্রথমবারে দুটি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ২৬০ পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই প্রয়াস, প্রচেষ্টা অব্যাহত থাকবে। এজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান, করেরহাট শিবির সভাপতি আলতাফসহ স্থানীয় শিবিরের নেতা কর্মীরা রাতের আঁধারের ত্রাণসামগ্রী ও বস্ত্র পৌঁছে দেয়ার সময় উপস্থিত ছিলেন। নয়া দিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়