শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৪, ০৭:৩১ বিকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পীরগঞ্জে জমির মামলার জের ধরে বাড়িঘর ভাংচুর বিষ দিয়ে মাছ নিধন

আজাদুল ইসলাম আজাদ পীরগঞ্জ রংপুর প্রতিনিধি  : রংপুরের পীরগঞ্জে মামলার জের ধরে বাড়ি-ঘর ভাংচুর পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, পাল্টাপাল্টি অভিযোগ। মঙ্গলবার উপজেলার কাবিলপুর ইউনিয়নের জামির বাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। 

গত কয়েকবছর ধরে বসতবাড়ির জমি নিয়ে ইউনিয়ন পরিষদসহ আদালতে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। ভাইভাই এর মধ্যে দন্ড নিরসনের চেষ্টা করলেও ছাড় দিতে রাজি নন কেউ। 

জামির বাড়ি গ্রামের আয়নাল মিয়ার ছেলে এনামুল হক বলছেন,  চাচাতো ভাই নজরুল ইসলাম ও লতিফ মিয়ার নির্দেশে তার দুটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। এতে তার প্রায় ৩ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। এছাড়াও তার জমির প্রায় শতাধিক চারা গাছ উপড়ে ফেলে এবং জমিতে  যাতায়াতের রাস্তা রাখেনি তারা। পুকুর এবং জমিতে হয়রানি হয়ে যাতায়াত করতে হয়। 

একই গ্রামের মৃত আলিম উদ্দিন এর ছেলে নজরুল ইসলাম ও লতিফ মিয়ার পরিবার সূত্রে জানাযায়, তাদের বসতবাড়ির জমি নিয়ে আদালতে মামলা চলছে। বিজ্ঞ আদালতের ফয়সালার অপেক্ষায় রয়েছেন তারা। এদিকে সোমবার রাত ১০ ঘটিকায় আয়নাল মিয়ার পক্ষের ৪০/৫০ জন লোকজন এসে বাড়ি ভাংচুরকরে আগুন দেয়। গোয়াল ঘর থেকে দুটি গরু নিয়ে যায়। বিষয়টি নিয়ে অই রাতেই তারা থানা পুলিশকে অবগত করেন। 

স্থানীয় লোকজন বলছেন, দীর্ঘদিনের পারিবারিক দন্ডের বিষটি না মিটিয়ে এখন জমির উপর তোরজোর করা হচ্ছে। তাদের এ বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক হয়। উক্ত বৈঠকে কেউ কারোই কথা শুনতেন না, যে কারনে এখন আদালতের উপর নির্ভর করছে তারা। 

কাবিলপুর ইউনিয়নের বিট অফিসার এসআই মমতাছির হাসান এর সাথে কথা হলে তিনি বলেন এ বিষয়ে দু পক্ষের অভিযোগ পেয়েছি মৌখিক ভাবে। লিখত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়