শিরোনাম
◈ সাকিব এশিয়ান স্টারসের হয়ে বাংলাদেশের বিপক্ষে  খেলবেন  ◈ নেইমার রিয়াল মাদ্রিদের ‘ব্ল্যাঙ্ক চেক’ প্রস্তাব প্রত্যাখান করে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ◈ নতুন দল এনসিপি নাহিদ ইসলামকেই কেন নেতা হিসেবে বেছে নিলো ◈ বিশ্বমিডিয়ায় গুরুত্ব পেয়েছে এনসিপির আত্মপ্রকাশের খবর ◈ (১ মার্চ) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ ঢাকার বাতাস আজ ‘দুর্যোগপূর্ণ’, সতর্ক থাকার পরামর্শ ◈ ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ, স্বাগত জানিয়ে যা বললেন বিশিষ্টজনেরা ◈ পর্দা নামল বইমেলার: কমেছে নতুন বই, বেচাকেনাও ◈ ডাকাতের গুলিতে মাদারীপুরে আহত ৮, গণপিটুনিতে ২ ডাকাত নিহত ◈ ঝগড়ার পর হোয়াইট হাউস থেকে বেরিয়ে যা বললেন জেলেনস্কি

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৪, ০৮:৫৭ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকের অপসারন চেয়ে বিক্ষোভ

মোঃ আসাদুল্লাহ , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : স্বেচ্ছাচারিতা অনিয়ম ও দুর্নীতিসহ ১৫ টি অভিযোগ এনে চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক,  কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। 


চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড়ে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাসের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ ছাড়াও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে শিবগঞ্জে তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদের ও ভোলাহাট উপজেলার দল দলি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জুয়েল ইসলামের পদত্যাগের দাবিতে  বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।


রবিবার সকাল ১০ থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের বড় ইন্দারা মোড়ে চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। পরে বিকেলে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক  কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। এসময় ভিসি এবিএম রাশেদুল হাসানের বিরুদ্ধে ১৫ টি বিভিন্ন অভিযোগ উত্থাপন করে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। 

এদিকে  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।  সকালে মাদ্রাসার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদের পদত্যাগে দাবিতে বিক্ষোভ করেন তারা।

তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদ অভিযোগ অস্বীকার করে জানান, একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে বিক্ষোভ মিছিল করিয়েছে। মাদ্রাসা পরিচালনায় কোনো অনিয়ম করেননি বলের দাবি করেন তিনি। 

উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান-আল ইমরান লিখিত অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দল দলি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জুয়েল ইসলামের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছেন ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষক জুয়েল ইসলামের পদত্যাগ দাবি করে বিভিন্ন শ্লোগান দেন তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়