হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ভেঙে দেওয়া হয়েছে ফরিদপুর ডায়েবেটিক সমিতির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি। শনিবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত নির্বাহী কমিটির এক সভায় এ কমিটি ভেঙে দেওয়া হয়।
একই সময় ফরিদপুর ডায়াবেটিক সমিতির পাঁচ সদস্যের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সমিতি পরিচালনার জন্য পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এই ৫ সদস্য বিশিষ্ট কমিটি পরিচালনা করবেন। কমিটির আহবায়ক করা হয়েছে- মীর নাসির হোসেন, যুগ্ম-আহবায়ক মো. শহীদুল হাসান, সাধারণ সম্পাদক প্রফেসর শেখ আবদুস সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক রবীন্দ্রনাথ সাহা ও সদস্য চিত্তরঞ্জন ঘোষ।