শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৪, ০৩:২১ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা  যুবকের

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ক্যাসিনো জুয়া খেলে জীবনের সব কিছু ধ্বংস করে অবশেষে লালমনিরহাটের হাতীবান্ধায় জহিরুল ইসলাম (৩৫) নামে এক জুয়াড়ি এক বালতি দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা করেছেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি গ্রামে নিজ বাড়ির সামনের একটি সড়কে দুধ দিয়ে গোসল করেন তিনি। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

অনলাইন জুয়া ছাড়ার শপথ নিয়ে জহিরুল ইসলাম জীবন ধ্বংসকারী জুয়া খেলা থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানান। 

তিনি আরো বলেন, গত এক বছরে আমি প্রায় ১৫ লক্ষ টাকা হারিয়েছি জুয়ার আসরে। এতে আমার ব্যবসা, শখের মোটরসাইকেল সব বিক্রি করতে হয়েছে। এখন প্রায় নিঃস্ব আমি। শুধু অর্থ সম্পদই নষ্ট হয়নি, সংসারেও অশান্তি চলে এসেছিল। তাই দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়েছি। আজকের পর থেকে আর জুয়ার আসরে না জড়াতে প্রতিজ্ঞা করেছি। একই সাথে যারা জুয়ায় আসক্ত হয়েছেন বা হতে যাচ্ছেন তারা যেন মরণ নেশা থেকে বেড়িয়ে আসেন। এখানে লাভের চেয়ে ক্ষতির পরিমান অনেক বেশি।

জহিরুলের বাবা আবুল কাশেম বলেন, ছেলে জুয়ায় আসক্ত হয়ে সব কিছু হারিয়েছে। এখন সে তার ভুল বুঝতে পেরে নিজে থেকে জুয়া ছাড়তে প্রতিজ্ঞা করেছে শুনে খুশি লাগছে। ছেলের মঙ্গলের জন্য সকলের কাছে দোয়া চান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়