শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৪, ০৩:২১ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা  যুবকের

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ক্যাসিনো জুয়া খেলে জীবনের সব কিছু ধ্বংস করে অবশেষে লালমনিরহাটের হাতীবান্ধায় জহিরুল ইসলাম (৩৫) নামে এক জুয়াড়ি এক বালতি দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা করেছেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি গ্রামে নিজ বাড়ির সামনের একটি সড়কে দুধ দিয়ে গোসল করেন তিনি। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

অনলাইন জুয়া ছাড়ার শপথ নিয়ে জহিরুল ইসলাম জীবন ধ্বংসকারী জুয়া খেলা থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানান। 

তিনি আরো বলেন, গত এক বছরে আমি প্রায় ১৫ লক্ষ টাকা হারিয়েছি জুয়ার আসরে। এতে আমার ব্যবসা, শখের মোটরসাইকেল সব বিক্রি করতে হয়েছে। এখন প্রায় নিঃস্ব আমি। শুধু অর্থ সম্পদই নষ্ট হয়নি, সংসারেও অশান্তি চলে এসেছিল। তাই দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়েছি। আজকের পর থেকে আর জুয়ার আসরে না জড়াতে প্রতিজ্ঞা করেছি। একই সাথে যারা জুয়ায় আসক্ত হয়েছেন বা হতে যাচ্ছেন তারা যেন মরণ নেশা থেকে বেড়িয়ে আসেন। এখানে লাভের চেয়ে ক্ষতির পরিমান অনেক বেশি।

জহিরুলের বাবা আবুল কাশেম বলেন, ছেলে জুয়ায় আসক্ত হয়ে সব কিছু হারিয়েছে। এখন সে তার ভুল বুঝতে পেরে নিজে থেকে জুয়া ছাড়তে প্রতিজ্ঞা করেছে শুনে খুশি লাগছে। ছেলের মঙ্গলের জন্য সকলের কাছে দোয়া চান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়