মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার সদর থানাধীন বেঙ্গা বাজার এলাকায় র্যাব-৬ এর অভিযানে এই গ্রেফতার সম্পন্ন হয়।
জানা যায়, গত ২০ জুন পূর্ব শত্রুতার কারণে আসামীরা পরিকল্পিতভাবে ভিকটিম মোঃ জাহিদুল ইসলাম(৪৯) কে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত ও জখম করে।
মারাত্মক আহত অবস্থায় মাগুরা হাসপাতালে তাকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরে নিহত জাহিদুলের এর মা বাদী হয়ে ২১ জুন ২৬ জনের নামে মাগুরা জেলা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি র্যাব-৬ এর দায়িত্বে গেলে পলাতক আসামী ২ আসামী মোঃ সাজ্জাদ হোসেন (৩৮) ও মতিয়ার রহমান(৩৫) কে গ্রেফতার করে। পরে আসামীদের মাগুরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। সম্পাদনা : মুসবা
এমটি