শিরোনাম
◈ (১ মার্চ) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ ঢাকার বাতাস আজ ‘দুর্যোগপূর্ণ’, সতর্ক থাকার পরামর্শ ◈ ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ, স্বাগত জানিয়ে যা বললেন বিশিষ্টজনেরা ◈ পর্দা নামল বইমেলার: কমেছে নতুন বই, বেচাকেনাও ◈ ডাকাতের গুলিতে মাদারীপুরে আহত ৮, গণপিটুনিতে ২ ডাকাত নিহত ◈ ঝগড়ার পর হোয়াইট হাউস থেকে বেরিয়ে যা বললেন জেলেনস্কি ◈ গোপনে বিশ্বব্যাপী বাংলাদেশি রাজনীতিবিদের সম্পদের সাম্রাজ্য: ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ◈ রোজায় দিনে হোটেল বন্ধ রাখতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ যে কারণে পদত্যাগ করলেন শিল্পকলা মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ! (ভিডিও) ◈ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৪, ১২:৩৮ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পালানোর সময় যশোর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বেনাপোলে আটক  

বেনাপোল(যশোর), প্রতিনিধি : ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানজিব নওশাদ পল্লবকে(২৫)  আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার(২৩ আগস্ট) সকাল ১১ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে। 

আটক ছাত্রলীগ নেতা পল্লব  যশোর সদোরের পুরাতন কসবা এলাকার সাইদুজ্জামানের ছেলে এবং ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটির এর ছাত্র বলে জানা গেছে।

বেনাপোল চেকপোষ্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল হয়ে যশোর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ভারতে যাবে। এসময় বিজিবি সীমান্তে টহল জোরদার করে। এক পর্যায়ে ইমিগ্রেশন ভবন থেকে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটক করে পুলিশে৷ হাতে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধ কি কি ধরনের অপরাধ মুলক মামলা আছে তা পুলিশ খতিয়ে দেখবে জানান তিনি।

জানা যায়,  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর পালাতে শুরু করেছে দলটির বিভিন্ন পর্যায়ের মন্ত্রি এমপি ও নেতা,কর্মীরা। তবে যাতে কেউ পালাতে না না তার জন্য সীমান্তের পাশাপাশি ইমিগ্রেশনে যৌথ ভাবে পুলিশের সাথে বিজিবি সদস্যরা নজরদারি রাখছে।

এর আগে গত ০৭ আগস্ট  ভারতে পালানোর অভিযোগ এনে বেনাপোল ইমিগ্রেশন থেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব হালদার ও ১১ আগস্ট  বিজিবি সদস্য শাওন ঘোষকে আটক করে বিজিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়