শিরোনাম
◈ আরাকান আর্মির কাছে জিম্মি ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি ◈ ঈদের চাঁদ দেখা যাবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ এলডিসি গ্র্যাজুয়েশন হলে বছরে ৮ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে : সিপিডি ◈ শেখ হাসিনাকে ফিরিয়ে আনা নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনা হয়নি: উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ প্রবল বৃষ্টিতে রক্তের মতো লাল সমুদ্র সৈকত, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে: জাতিসংঘ মহাসচিব ◈ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ ◈ জাতীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে: জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ◈ কী ঘটেছিল সেদিন আছিয়াদের বাড়িতে, জানালেন সারজিস ◈ গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৪, ০৪:২৫ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামুতে ৭০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্যর কর্মকর্তা গ্রেপ্তার !

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের রামুতে ৭০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্যের সহকারী উপপরিদর্শক আমজাদ হোসাইনকে আটক করেছে। কক্সবাজারের টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক আমজাদ হোসাইনকে ৭০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকাসহ আটক করেছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
তিনি বলেন, ১৭ আগস্ট শনিবার মধ্যরাতে রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টের সদস্যরা কক্সবাজারগামী একটি বাসে তল্লাশির সময় আমজাদ নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য বাস থেকে নামায়। ওই ব্যক্তির কথায় গড়মিল ধরা পড়লে চেকপোস্টের দায়িত্বরত বিজিবি সদস্যরা তাঁর ব্যাগ তল্লাশি করে। এসময় ওই ব্যাগে ৭০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। 

এব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, বিজিবির কাছ থেকে এজাহার পেয়ে মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার বিষয়ে ওই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা বলেন, বিষয়টি সম্পর্কে  জেনে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযুক্ত ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়