শিরোনাম
◈ গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্যাংক না দিলেও খোলাবাজারে চড়া দামে নতুন টাকা ◈ নিরবচ্ছিন্ন গ্যাস না পাওয়ায় দুরবস্থায় শিল্পকারখানা ◈ দ্রুত নির্বাচন করা, সাথে সংস্কারটা যত দ্রুত করা যায় সে কথাই বলেছি: মির্জা ফখরুল  ◈ সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে এক দিন ছুটি ঘোষণা ◈ বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে পাশে থাকবে জাতিসংঘ: আন্তোনিও গুতেরেস ◈ পাকিস্তান থেকে এল ২৬ হাজার টন চাল ◈ আস্থাহীনতায় রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে! ◈ রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ◈ ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী উপজেলা গুলোতে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় সিম!

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৪, ০৬:২১ বিকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুগঞ্জ মহাসড়কে পিকআপ ভ্যানে মিলল আড়াই মণ গাঁজা, দুই কাররারি আটক

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে ১’শ ৪ কেজি গাজাঁ, একটি পিকআপসহ দুই মাদক কাররারিকে গ্রেফতার করেছে পুলিশ।(১৭ আগষ্ট) শনিবার সকালে অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, শেরপুর জেলার শেরপুর থানার নয়াপাড়া এলাকার ফজল হত মিয়ার ছেলে মো. মমিন (২২) ও একই জেলার ও থানার তেতুলতলা এলাকার নওশের মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (২০)।

পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় বিভিন্ন গাড়িতে তল্লাশী চালায়। এসময় একটি পিকআপকে তল্লাশীর সময় প্লাস্টিকের ৮টি ক্যারেটের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ১’শ ৪ কেজি গাজা উদ্ধার করে জব্দ করা হয়। এসময় মমিন ও পিকআপ এর চালক নয়নকে গ্রেফতার করা হয়। তাদের সাথে থাকা একটি পিকআপ, আটটি প্লাস্টিকের ক্যারেট জব্দ করা হয়। 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: সাফিউল কবির গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন,  আসামীদের বিরুদ্ধে  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়