শিরোনাম
◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৪, ১১:৪৩ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে এনআরবিসি ব্যাংকের এজেন্ট শাখার ২৯ লাখ টাকা ছিনতাই

গাজীপুরে এনআরবিসি ব্যাংকের এজেন্ট শাখার কর্মচারীদের মারধর করে ২৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।বুধবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর মারিয়ালি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মারিয়ালী এলাকায় অবস্থিত সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এনআরবিসি ব্যাংকের একটি এজেন্ট শাখা রয়েছে। দলিল রেজিস্ট্রি ফি বাবদ আদায়ের ২৯ লক্ষাধিক টাকা একটি মাইক্রোবাসে করে ওই শাখার তিন কর্মচারী ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখায় জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন।

মারিয়ালি প্রাইমারি স্কুলের কাছে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে মাইক্রোবাসের গতিরোধ করেন। তারা হকস্টিক দিয়ে গাড়ির গ্লাস ভেঙে মাইক্রোচালক মো. হাবিবের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জিম্মি করেন। পরে কর্মচারীদের মারধর করে টাকা নিয়ে দ্রুত পালিয়ে যান। কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই টাকাগুলো বহন করা হচ্ছিল।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে এনআরবিসি ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখার ম্যানেজার মাহমুদুল হক বলেন, ‘হেড অফিসের সঙ্গে পরামর্শ ছাড়া কী ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু বলতে পারবো না’।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ২৯ লাখ টাকার বেশি টাকা ছিল বলে ব্যাংকের লোকজন তাকে জানিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়