শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০২ মে, ২০২২, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০২ মে, ২০২২, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক কারবারীর গুলিতে নিহত সাংবাদিক নাঈমের বাড়িতে ঈদ উপহার

রুবেল মজুমদার : [২] মাদককারবারীদের গুলিতে হত্যাকাণ্ডের শিকার কুমিল্লার স্থানীয় সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের বাড়িতে ঈদ উপহার নিয়ে গিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ।

[৩] সোমবার (২ এপ্রিল) বেলা ১১ টায় কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের নির্দেশনায় উপহার সামগ্রী নিয়ে তার বাড়ি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামে যান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার।

[৪] তিনি নাঈমের অসুস্থ পিতা (অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য) মোশারফ সরকারকে শান্ততা দেন এবং সাংবাদিক নাঈমের হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে বলেন, হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে গ্রেপ্তারের কাজ করছে পুলিশ। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। সাংবাদিক নাঈম হত্যাকান্ডে যারাই জড়িত সকলকে আইনের আওতায় এনে সুবিচার নিশ্চিত করা হবে।

[৫] এসময় মামলার তদন্ত কর্মকর্তা বুড়িচং থানা পুলিশের উপ-পরিদর্শক শরিফ রহমান, উপ-পরিদর্শক (ডিএসবি) নকুল কুমারসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। 

[৬] উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাত আনুমানিক পৌনে ১০টায় মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় গুলি করে হত্যা করা হয় সাংবাদিক মহিউদ্দিনকে। এঘটনার মামলার প্রধান আসামি রাজু র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় এবং এজাহার নামীয় দুজন ও অজ্ঞাত দুইজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়