মনজুরুল ইসলাম, নাটোর: [২] নাটোরের সিংড়ায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলকের বাসায় ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় মালামাল লুট করা হয়।
[৩] সোমবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এসময় সিংড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসের বাসাও ভাংচুর করা হয়।
[৪] সরেজমিনে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ও ভাংচুর করে শতশত বিক্ষুব্ধ জনতা। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলামের বাসা, অপর যুগ্ম সম্পাদক রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তহিদুল ইসলামের বাসা ও কার্যালয় ভাংচুর করেছে জনতা।
[৫] প্রতিমন্ত্রী পলকের বাসার সামনে একটি মোটরসাইকেলে আগুন দেয় তারা। শহরে পলকের ছবি সম্বলিত সাইনবোর্ডও ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা।
প্রতিনিধি/একে