শিরোনাম
◈ ছাত্রশিবিরের এত টাকা কোথা থেকে আসে, যে ব্যাখ্যা দিলেন জবি ছাত্রশিবিরের সেক্রেটারি ◈ অদম্য নারীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ◈ নির্বাচনের সময় নিয়ে সর্বত্র ধোঁয়াশা, এ মাসেই রোডম্যাপ চায় বিএনপি ◈ যুক্তরাষ্ট্রকে ঠেকাতে ভারতকে পাশে চায় চীন! ◈  আল শাবাবে হোঁচট খেলো রোনালদোর আল নাসর ◈ চেক বাউন্স মামলায় শেবাগের ভাই গ্রেফতার ◈ ‘অপারেশন ডেভিল হান্টে’র এক মাসেও স্বস্তি ফেরেনি, ক্ষমতাচ্যুতরাই কি টার্গেট ◈ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন নারীর কথা জানালেন তারেক রহমান ◈ সুনীল ছেত্রীর ভারতীয় দলে ফেরা নিয়ে বিচলিত নয় বাংলাদেশ দল: কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ◈ আসন্ন নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসবে বিএনপি: এএফপি

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৪, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে আনন্দ মিছিল

সোহাগ হাসান, সিরাজগঞ্জ: [২] পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ খবরে বৃষ্টি উপেক্ষা করে পথে পথে জনস্রোত নিয়ে আনন্দ মিছিল উদ্‌যাপন করছে সিরাজগঞ্জের ছাত্র-জনতা। 

[৩] সোমবার (৫ আগস্ট) বিকেল ৫টায় সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন এলাকায় এ আনন্দ মিছিলে অংশ নিতে সর্বস্তরের মানুষ যোগ দেন। শহরের বিভিন্ন অলিগলি থেকে এ মিছিল বের হয়। কেউ হেঁটে, কেউ মোটরসাইকেল ও গাড়িতে করে এসে মিছিলে অংশ নেন। পরে শহরের মুজিব সড়ক ও এসএস রোড প্রদক্ষিণ করে তারা। 

[৪] মিছিলে শিক্ষার্থী, চাকরিজীবী, বিএনপি-জামায়াতের নেতাকর্মী, শিশু, নারী, বয়োবৃদ্ধ সব বয়সীদের অংশ নিতে দেখা গেছে। 

[৫] এর আগে বিভিন্ন স্থান থেকে আসা মিছিল খন্ড খন্ড মিছিল গুলো বাজার স্টেশন এলাকায় জড়ো হয়। অল্প সময়ের মধ্যে লাখ লাখ জনতার স্রোত দেখা গেছে। এ সময় বাজার স্টেশন এলাকার কেন্দীয় শহীদ মিনারের কাছে গিয়ে অনেকেই স্বাধীন স্বাধীন স্লোগান দেন। শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবীসহ সর্বস্তরের মানুষ এ স্লোগান দিতে থাকেন।  

[৬] শহরের বাজার স্টেশন এলাকায় সেনাবাহিনী কয়েকটি গাড়ি যাওয়ার সময় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে ছাত্রদের হাত মিলাতেও দেখা গেছে। 

[৭] সিরাজগঞ্জ সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসীর মেহেদী বলেন, আমাদের এক দফা আন্দোলন সফল হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ করে, দেশ ছেড়ে পালিয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়