নিজস্ব প্রতিবেদক: রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার জিরানি এলাকায় সিনহা টেক্সটাইল, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপ ও বেঙ্গলসহ পাঁচটি তৈরি পোশাক কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাইপাইল এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়াও এ ঘটনায় আহত হন অন্তত ৩০ জন।
ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, আশুলিয়ায় অন্তত পাঁচটি তৈরি পোশাক কারখানায় অগ্নিসংযোগের খবর পেয়েছি। এর মধ্যে হা-মীম গ্রুপ, সিনহা টেক্সটাইল ও বেঙ্গলের নাম পেয়েছি। আশুলিয়ায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের দুই পাশে আবারও কারখানায় আগুন দেয়ার চেষ্টা করছে দুর্বৃত্তরা। আর চক্রবর্তী এলাকায় বেক্সিমকো গার্মেন্টসে হামলার কথা শুনেছি, অগ্নিসংযোগের খবর পাইনি। আমরা ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে রওনা হলেও চক্রবর্তী এলাকায় বাঁধার মুখে পড়ি। এসময় আমাদের ফায়ার সার্ভিসের কর্মীদের ওপরও হামলার চেষ্টা করা হয়েছে। আন্দোলনকারীদের বাঁধার কারণে আমরা আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি।