শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ০৫:২২ বিকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে পুলিশ বক্স ভাঙচুর, গাড়িতে আগুন 

এ এইচ সবুজ, গাজীপুর: [২] গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে মাওনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। তারা দুটি পুলিশের গাড়িতেও আগুন দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ছুঁড়ে।

[৩] শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ নয় দফা দাবিতে মহাসড়কে অবস্থান নেন তারা।

[৪] স্থানীয়রা জানান, পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুত মোড়ে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সরকার দলীয় কর্মী-সমর্থকরা মাওনা চৌরাস্তার ফ্লাইওভারের নিচে অবস্থান নিলে উত্তেজনা দেখা যায়। কিছু সময় পর আন্দোলনকারীরা মাওনা ফ্লাইওভার এলাকায় যান। পরে তারা পল্লী বিদ্যুৎ মোড়ে ফিরে যান। এসময় আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা মাওনা ফ্লাইওভারের নিচ থেকে খণ্ড মিছিল বের করেন। 

[৫] এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে আবারো মাওনা চৌরাস্তায় আসেন। এসময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা মাওনা হাইওয়ে, গাজীপুর জেলা পুলিশ, শ্রীপুর থানা পুলিশের তিনটি বক্সে ভাঙচুর চালান। এসময় গাজীপুর জেলা পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে উত্তেজিত ছাত্ররা আশপাশে লাগানো বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করে। পরে তারা দুইটি পুলিশর গাড়িতে আগুন ধরিয়ে দেন। 

[৬] অপরদিকে, সকাল থেকেই বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় জড়ো হতে থাকেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির 'শোক মিছিল' পালন করতে চন্দ্রা এলাকায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা অবস্থান নেয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যাক পুলিশ অবস্থান নেয় চন্দ্রা যাত্রী ছাউনির সামনে। 

[৭] আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে থাকলেও আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

[৮] দুপুর ১২টার দিকে চন্দ্রা এলাকায় শিক্ষার্থীদের একটি মিছিল পৌঁছায়। এসময় আন্দোলনকারীরা ১০-১২টি যানবাহন ভাঙচুর করে। গাজীপুরের শিমুলতলী এলাকায় অবস্থিত গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। 

[৯] এ বিষয়ে জানতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খানকে কয়েকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়