আদনান হোসেন, ধামরাই: [২] বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে ঢাকার ধামরাইয়ে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে সড়কে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
[৩] শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় অবরোধ করে তারা। এ সময় শিক্ষার্থীরা ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে মিছিল নিয়ে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে নয়ারহাট এলাকা ঘুরে এসে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকায় অবস্থান নেয়। সেখানে কিছু সময় অবস্থানের পর দুপুর ২টার দিকে সড়ক ছেড়ে দেয় তারা।
[৪] এতে মহাসড়কের উভয় লেনে অন্তত পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচল করা সাধারণ মানুষেরা।
[৫] এদিকে, শিক্ষার্থীদের এসব কর্মসূচির সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকে ইসলামপুর এলাকায় মহাসড়কের পাশে অবস্থান নিতে দেখা যায়।
প্রতিনিধি/একে