শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৯:২৯ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে শিক্ষার্থীদের ঘন্টাব্যাপী অবরোধ

প্রতিকী ছবি

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: [২] বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে গণমিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে  শিক্ষার্থীরা। শুক্রবার বিকালে ৫ টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে।

[৩] চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই মোড় ও শিবতলা এলাকায় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেয়। সেখানে সরকার বিরোধী বক্তব্যের পাশাপাশি বিভিন্ন প্রতিবাদী শ্লোগান দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা ।

[৪] এ সময় মহাসড়কের দু’ ধারে বেশ কিছু যান আটকা পড়ে। প্রায় ঘন্টাখানেক পর ৬ টার দিকে পুলিশের কর্মকর্তারা শিক্ষার্থীদের বুঝালে সেখান থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এ সময় আটকে পড়া যানগুলো চলাচলা শুরু করে।

[৫] এর আগে বিকাল ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁ মোড়ে থেকে গণমিছিল বের করে শিক্ষার্থীরা। পরে গণমিছিলটি শান্তিমোড় ও বড় ইন্দারা মোড়ে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করেই  শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের পিটিআই এলাকায় যায় এবং সেখানে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করে।

[৬] এদিকে কর্মসূচিকে ঘিরে শান্তিমোড় এলাকায় সেনা সদস্যসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি টহল দেয়। এ ছাড়াও শহরের ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়