শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৯:০৩ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলনে নিহত বেওয়ারিশ মরদেহটি কৃষকের ছেলে ফয়সালের

সোহাইবুল ইসলাম, কুমিল্লা: [২] কোটা আন্দোলনের সময় গুলিতে নিহত বেওয়ারিশ মরদেহটি ছিল কুমিল্লার ছেলে ফয়সালের। আন্দোলনের পর থেকে তাকে না পেয়ে তার পরিবার সব জায়গায় খবর নেওয়া শুরু করে। দীর্ঘ ১৩ দিন নিখোঁজ থাকার পরে অবশেষে তারা জানতে পারলো যে ফয়সাল গুলিতে নিহত হয়েছে। এমনকি তার মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। 

[৩] নিহত যুবক কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর সরকার বাড়ির কৃষক মো. রাজা মিয়ার বড় ছেলে।

[৪] জানা যায়, পরিবারের উপার্জনের স্বার্থে ঢাকায় চাকরি করতেন ফয়সাল। গত ১৯ জুলাই দুপুরে পুলিশ ও কোটা আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হন ফয়সাল। পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ স্বজনদের কোনো সন্ধান না পাওয়ায় মঙ্গলবার বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। 

[৫] ১৯ জুলাই দুপুর থেকে ফয়সালের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবার কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি ছেলের সঙ্গে। তাই শেষবারের মতো ছেলেকে দেখা হলো না পরিবারের। গত তিন দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফয়সালের নিখোঁজের ছবি প্রকাশ করলে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। তখন ঢামেক সূত্রে জানতে পারা যায় যে ফয়সালের মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। 

[৬] কুমিল্লার দেবিদ্বারের ইউএনও নিগার সুলতানা বলেন, কারা কারা মারা গেছে সে তালিকা এই মুহূর্তে আমার হাতে নেই। তাই এ বিষয়ে সঠিকভাবে বলতে পারব না। যদি পরিবার সাহায্য চায়, তাহলে আমরা তাকে সাহায্য করবো। এর আগেও একজনকে ২০ হাজার টাকা দিয়ে আমরা সাহায্য করেছি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়