শিরোনাম
◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে জামায়াতের কার্যালয়ে ককটেল উদ্ধারের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

ফরিদপুর প্রতিনিধি: [২] ফরিদপুরে জামায়াতের জেলা কার্যালয়ে অভিযান চালিয়ে ১২টি ককটেল উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় আসামি হিসেবে ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও কয়েকজনকে। এ ঘটনায় তাকবীর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

[৩] শুক্রবার (২ আগস্ট) বিকালে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

[৪] এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে ফরিদপুর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহারে জামায়াতের কার্যালয়ে তল্লাশি করে ককটেল ও জঙ্গি তৎপরতার বইসহ বিভিন্ন বস্তু উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে।

[৫] একইদিন বৃহস্পতিবার বেলা পৌনে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদসংলগ্ন মার্কেটের চারতলায় ওই কার্যালয়ে তল্লাশি করে পুলিশ।

[৬] ফরিদপুরে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, গ্রেপ্তার যুবকের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়ে ১২টি ককটেল সদৃশ বস্তু ও নিষিদ্ধ উগ্রবাদী বই জব্দ করা হয়। এর পরিপ্রেক্ষিতে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়